Agamemnon Summary in Bangla – Characters

Agamemnon Summary in Bangla – Bangla Summary – Characters :

আনুমানিক খ্রীষ্টপূর্ব ৪৫৮ সালে লেখা আগামেমনন নাটকটি রচনা করেন প্রাচীন গ্রীক নাট্যকার (Aeschylus) এস্কাইলাস বা ইস্কিলুস। তিনি প্রাচীনতম বড় তিন জন গ্রিক ট্র্যাজেডি রচয়িতাদের মধ্যে একজন। অন্য দুইজন হলেন সফোক্লিস এবং ইউরিপিডিস। এছাড়া আগামেমনন হলো একটি মহা ট্র্যাজিক ট্রিলজি, যা (Oresteia) ওরেস্টিয়া ট্রিলজির প্রথম নাটক। এটি হচ্ছে তার বেচে থাকা একমাত্র ট্রিলজি। এই ট্রিলজির অন্য দুটি নাটক হচ্ছে Choephori [চয়েফরি] এবং Eumenides [ইউম্যানাইডস]।

এই নাটকটি গ্রিকের আরগোসের রাজা, আগামেমননের প্রাসাদে হয়েছিল। আরগোসের নাগরিকদের আর্জিভ [Argives] বলা হত।

Background

যখন গ্রিকবাসী ট্রয়ের উদ্দ্যেশ্যে রওনা দিল তখন সমূদ্রের মাঝে তাদের নৌকা বাতাহের প্রবাহ না থাকার কারণে থেমে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে রাজা আগামেমনন তার কন্যা ইফিজিনিয়াকে বলি দেয়। ফলে সমূদ্রের বাতাস পুণরায় চালু হয় কিন্তু আগামেমননের স্ত্রী এতে ক্ষুব্ধ হয় এবং আগামেমননের উপর প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেয়।

Agamemnon by Aeschylus Summary in Bangla

নাটকের শুরুতে আরগোস শহরে রাজা আগামেমননের প্রাসাদের ছাদে এক প্রহরীকে পাহারারত অবস্থায় দেখা যায়। কখন ট্রয় নগরী গ্রীকদের হাতে পরাস্ত হবে তাঁর সঙ্কেত পাওয়ার জন্যে সে অধীরভাবে অপেক্ষা করছিল। বহূদূরে একটি আলোর ঝলকানি [beacon] দেখা গেলো। এটি ছিল গ্রিকদের বিজয়ের সংকেত। সেটি দেখে সে আনন্দে লাফিয়ে উঠল আর রাণী ক্লাইটেমনেস্ট্রার (Clytemnestra) কাছে এই খবর দেয়ার জন্যে দৌড়ে গেল। আরগোসের বৃদ্ধরা এই নাটকে কোরাস এর ভূমিকা পালন করে। প্রহরী যখন দৌড়ে যাচ্ছিল সে সময় বৃদ্ধ লোকেরা আরগোসের প্রাসাদে একত্রিত হয়েছিল আর সেই সকল পুরোনো ঘটনা বলল যে, গ্রিকের রাজা মেনিলাস (menelaus) এর স্ত্রী, হেলেনকে কিভাবে ট্রয়ের প্রিন্স, প্যারিস পালিয়ে নিয়ে যায় এবং কিভাবে গ্রীকরা দশ বছর তাদের সাথে যুদ্ধ করেছে।

কোরাসরা সে সময় রাজা আগামেমননের সেই ন্যাক্কারজনক ঘটনাও স্মরন করে অর্থাৎ আগামেমনন যাত্রাপথে সাগরের অনুকূল বায়ু লাভ করে, সে জন্যে তাদের দেবতা আর্টেমিস (Arthemis) এর জন্যে তাঁর কন্যা ইফিজিনিয়া (Iphigenia) কে উৎসর্গ করার জন্যে হত্যা করে। এ সময় রানী ক্লাইটেমনেস্ট্রা ধন্যবাদ সূচক উৎসর্গ করে। কোরাস তাঁর কাছে জানতে চায় তাঁর উৎসর্গের কারন। তখন সে জানায় এক আলোক সঙ্কেতের ঝলকানীর মাধ্যমে সে জানতে পেরেছে গত রাতে ট্রয় নগরীর পতন ঘটেছে। বৃদ্ধরা শুনে খুশি হয় কিন্তু তাঁর কথা পরিপূর্নভাবে বিশ্বাস করতে পারে না। সংবাদ বাহক সেখানে এসে পৌছায় এবং এই খবরের সত্যতা প্রকাশ করে। তাদেরকে আরো বলে সেখানে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তারা বিজয়ী হয়েছে।        made by Admin, Bangla Summary

রানী ক্লাইটেমনেস্ট্রা (Clytemnestra) তাকে রাজা আগামেমননের বহরের (fleet) দিকে যেতে বললেন এবং তাকে খবর দিতে বললেন রাজা আগামেমনন যেনো তাড়াতাড়ি ফিরে আসে। সে চলে যাওয়ার আগে বৃদ্ধরা রাজা আগামেমননের ভাই মেনিলাসের খবর জানতে চায়। সে তাদের বলে রাজা মেনিলাসের বহর দেখা যায় নি। কারন পথিমধ্যে একটা ভয়ঙ্কর সমূদ্র ঝড় ওঠে সে সময় অনেকেরই জাহাজ দিক বিদিক ছুটে যায়। ঝড়ের পরে মেনিলাস সহ অনেককেই খুজে পাওয়া যাচ্ছে না।

এবার কোরাসেরা হেলেনের সৌন্দর্যের ভয়ঙ্করত্ব নিয়ে গান গাইলো। অবশেষে আগামেমনন ফিরে এলো। রাজা প্রায়ামের [Priam] কন্যা কাসান্দ্রাকে [cassandra] নিয়ে রথে চড়ে আসে এবং সে কাসান্দ্রাকে দাসী হিসেবে গ্রহন করে। রানী Clytemnestra তাকে অভ্যর্থনা জানায় ও রাজাকে বলে তাঁর ভালোবাসা আগের মতই অটুট আছে। রাজা প্রাসাদে প্রবেশের জন্যে একটি বেগুনী কার্পেট বিছিয়ে দেওয়ার আদেশ করে। রাজা তাঁর প্রতি খুব ঠান্ডা আচরণ করে আর বলে এই কার্পেট দিয়ে হাটা তাঁর জন্যে এক প্রকার ভয়ঙ্কর অহংকার। সে রাজাকে এটা দিয়ে হেটে প্রাসাদে প্রবেশের জন্যে ক্রমাগত জোরাজুরি করতে থাকে। যাই হোক অবশেষে রাজা আগামেমনন প্রাসাদে প্রবেশ করলেন।

এ সময় কোরাসের বৃদ্ধরা এক প্রকার অমঙ্গলের পূর্ব লক্ষণ (foreboding) অনুধাবন করল। ক্লাইটেমনেস্ট্রা বেরিয়ে আসে যাতে কাসান্দ্রা ভিতরে যেতে পারে। ট্রয়ের এই রাজকন্যা এ সময় একেবারে চুপ হয়ে যায় আর রানী ক্লাইটেমনেস্ট্রা তাকে এই রকম নৈরাশ্যজনক অবস্থায় ফেলে যায়। এ সময় কাসান্ড্রা কথা বলতে শুরু করে আর সে কিছু অসংলগ্ন ভবিষ্যৎবানী করে। সে আগামেমননের বাড়ির উপর অভিশাপ রয়েছে বলে মন্তব্য করে। কাসান্দ্রা  কোরাসদের বলে, তাদের রাজা খুব শিঘ্রই মারা যাবে এবং এরপর সেও মারা যাবে। এরপর আরো ভবিষ্যৎবানী করে যে, সামনে প্রতিশোধ গ্রহনকারী [avenger] একজন ব্যক্তি আসবে। তাঁর কথা কেউ বিশ্বাস করে না। সে এ সময় ভাগ্যের কাছে নিজেকে সপে দেয় এবং ঘরে প্রবেশ করে।      made by Admin, Bangla Summary

এক সময় কোরাসদের ভয় বেড়ে যায়। পরের দৃশ্যে আগামেমননের ব্যাথায় চিৎকার শোনা যায়। কোরাসের দল এ সময় কি করবে তা নিয়ে এক প্রকার দ্বন্দে পড়ে যায়। রানী ক্লাইটেমনেস্ট্রা দরজা খোলে। তাকে তাঁর স্বামীর মৃতদেহ ও কাসান্দ্রার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে (রাণী) তাদের বলে সে তাঁর কন্যা ইফিজিনিয়াকে হত্যার প্রতিশোধ নিয়েছে। এরপর সে তাঁর প্রেমিক আগামেমননের চাচাতো ভাই এজিসথাস এর সাথে যোগ দেয়। তারা দুজনে রাজ্যভার গ্রহন করে। কোরাসের বৃদ্ধরা বলাবলি করে আগামেমননের ছেলে অরেস্টিস [Orestes] তাঁর পিতার হত্যার প্রতিশোধ নিতে আসবে।

Agamemnon Characters in Bangla

Agamemnon : আগামেমনন আরগোসের রাজা, গ্রীক বাহিনীর প্রধান ও মেনেলাউস (Menelaus) এর ভাই। Commander of the Greek armies during the Trojan War.

Clytemnestra : ক্লাইটেমনেস্ট্রা রাজা আগামেমননের স্ত্রী and Protagonist.

Aegisthus : এজিসথাস রাজা আগামেমননের চাচাতো ভাই ও রানী ক্লাইটেমনেস্ট্রার প্রেমিক। আগামেমননের পিতা এজিসথাসের ভাইকে হত্যা করে কেটে রান্না করে তার পিতা থাইয়েসটিসকে [Thyestes] খাইয়েছিল।

Cassandra : কাসান্দ্রা ট্রয়ের রাজা প্রায়ামের কন্যা। ট্রয় এর পতনের পরে রাজা আগামেমনন তাকে সাথে করে নিয়ে আসে।

Iphigenia : ইফিজেনিয়া হলো আগামেমনন ও ক্লাইটেমনেস্ট্রার মেয়ে।

Chorus : কোরাস আরগোসের বৃদ্ধরাই এই নাটকে কোরাসের ভূমিকা পালন করে। তারা ছিল খুবই দূর্বল তাই তারা যুদ্ধে যায়নি বরং রানী ক্লাইটেমনেস্ট্রাকে সাহায্য করত।

The watchman : প্রহরী, তাকে প্রাসাদের ছাদে বসে থাকার দায়িত্ব দেয়া হয়েছিল। তাঁর কাজ ছিল সতর্ক নজর রাখা, কখন ট্রয়ের পতনের পর দূরে আলোর সঙ্কেত দেখা যাবে।

The Herald : সংবাদ বাহক সে কোরাসদেরকে আগামেমননের নিরাপদে বাড়িতে ফিরে আসার সংবাদ শোনায়। সে তাদেরকে যুদ্ধের ভয়ংকর কাহিনিগুলো শোনায়।

Themes

Pride : গ্রীক ও ট্রয়বাসীরা আপোষ-মিমাংসা করে যুদ্ধ বন্ধ করতে পারত। কিন্তু তাদের আত্ম অহংকার তাদেরকে ধ্বংস করে। কেননা গ্রীকবাসি মনে করেছিল হেলেনকে তুলে নিয়ে যাওয়া তাদের আত্ম সম্মানের ব্যাপার এবং ট্রয়বাসীরা মনে করেছিল হেলেনকে ছিনিয়ে নিয়ে যাওয়া তাদের আত্ম সম্মানের ব্যাপার।

Fate : গ্রীক মিথলজিতে বলা আছে, যদি কেউ রক্তের সম্পর্কের মানুষকে হত্যা করে তাকেও সে শাস্তি পেতে হবে। ফলে আগামেমননকে তার স্ত্রী হত্যা করে।

Revenge vs Justice : আগামেমনন গ্রীসবাসীর কল্যাণের জন্যই তার মেয়েকে হত্যা করেছে, যা এক প্রকাশ Justice কিন্তু তাকে তার স্ত্রী হত্যা করে Revenge নিয়েছে। এখানে দুয়ের মধ্যে Contrast দেখানো হয়েছে।

War and its Aftermath : যুদ্ধ মুলতই ধ্বংসের মূল।

Gender Roles : এক পুরুষের সাথে এক মহিলার যেকোন সম্পর্ককে Gender Roles. হয় ইচ্ছাকৃত হোক বা হোক।

Infidelity :

 

 

Agamemnon Summary in Bangla - Bangla Summary - Characters



 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!