The Garden Party – Bangla Summary
“দ্য গার্ডেন পার্টি” ছোট গল্পটি ১৯৩৩ সালে ক্যাথরিন ম্যানসফিল্ড (Katherine Mansfield) রচনা করেন। গল্পটি লরা নামে এক উচ্চবিত্ত কিশোরীকে নিয়ে রচিত, যে শ্রেণী বৈষম্যের সম্মুখীন হয়। যখন সে বিশাল পার্টির প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন সে তার সুবিধাবঞ্চিত প্রতিবেশীর মৃত্যুর খবর শুনে অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়ে। পরিশেষে মৃত প্রতিবেশিকে দেখে সে তার ভাই লরীকে “isn’t life” বলে তার মনের অনুভূতি প্রকাশ করতে চায় কিন্তু তা পারে না। লেখক গল্পটিতে লরা নামক প্রধান চরিত্রের মাধ্যমে শ্রেণী-বৈষম্য, জীবন-মৃত্যু এবং মোহ-বিলাসিতা বনাম বাস্তবতাকে অসাধারনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।
The Garden Party – Bangla Summary
লরা (Laura) নামে শেরিডান পরিবারের এক অন্যতম কিশোরী কন্যা, যে পার্টির ব্যবস্থায় ব্যস্ত। কেননা তাদের পরিবার বিকেলে একটা জমকালাে গার্ডেন পার্টির আয়ােজন করতে যাচ্ছিল। তাবু (marquee) টানানোর লােকেরা এসে গেলে লরা তাদের স্বাগত জানায়। যাইহোক এসব কাজ তদারকির ভার ছিল লরার উপর। লরা এসব কাজের বেশ মজা পায়। যদিও তার সকালবেলার নাস্তা তখনাে শেষ হয়নি, লরা সে অবস্থাতেই কাজে লেগে গেল। নিম্ন সামাজিক শ্রেণির ব্যাপারে লরার প্রাথমিক সংশয়টি তাদের জীবনযাত্রার মোহ এবং আকর্ষণের দ্বারা দুরীভুত হয়।
তা এভাবে যে, কাজের লােকদের মধ্যে লম্বা লােকটির দৈহিক সৌন্দর্য ও ব্যক্তিত্বের সৌন্দর্য লরাকে আকৃষ্ট করল। লরা কাজের লােকদের সঙ্গে তাবুটি টানানাের ব্যাপারে কথা বলতে বলতে লম্বা লােকটিকে প্রত্যক্ষ করছিল। লরার মনে হলাে মানব সমাজে সৃষ্ট শ্রেণি ব্যবধান বড়াে একটা ব্যবধান। তার মনে হলাে কাজের লােকদের মধ্যেও অনেকেই তার বন্ধুবান্ধবদের চেয়ে অনেক দিক থেকেই শ্রেয়। শ্রেণির ব্যবধান অকারণেই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তবুও লরা তাদের জমকালাে গার্ডেন পার্টিটা পছন্দ করছিল।
গার্ডেন পার্টির প্রস্তুতি যখন প্রায় শেষ, তখনই দুঃসংবাদ এল যে শেরিডান পরিবারের এক প্রতিবেশী এবং ঘােড়া গাড়ি চালক মি: স্কট (Scott) দুর্ঘটনায় মারা গেছে। সংবাদটি শেরিডান পরিবারের আর কাউকে তেমন স্পর্শ না করলেও লরাকে খুব ব্যথিত করে। লরা গার্ডেন পার্টির সব আয়ােজন, বাদ্য বাজনাকে সদ্য বিধবা মহিলা আর তার পরিবারের প্রতি অশােভন আচরণ মনে করে গার্ডেন পার্টি বন্ধের প্রস্তাব করলে পরিবারের অন্যরা লরাকে নিয়ে উপহাস করে।
প্রথমে, লরা তার বোন জোসের (jose) কাছে গিয়েছিল পার্টি বাতিল করার মনোভাব নিয়ে কিন্তু যখন সে পার্টি বাতিল করার কথা বলে তখন লরাকে সে ধমক দিয়ে বলে যে এটি বাতিল করার ফলে ঐ ব্যক্তি আবার জীবিত হবে না। জোস শ্রমিকদের প্রতি শেরিডান পরিবারের মনোভাবের প্রতিনিধিত্ব করে, যাদের তারা সাধারণত নিম্নবিত্ত হিসাবে দেখে আর সেটাই এখন তাদের প্রতি তার বিরূপ মনোভাব দ্বারা প্রমাণিত হলো। লরা তার উদ্দেশ্য থেকে বিরত নয় এবং তার বোনের কাছে কোনো করুণাত্তোর না পেয়ে সে এখন তার মায়ের কাছে চলে যায়।
লরা পার্টিকে বাতিল করার জন্য তার মায়ের কাছ থেকে যথেষ্ট মমতা পাওয়ার আশা করে। এখানেই ম্যানসফিল্ড তার মায়ের সাথে লরার সম্পর্ককে উজ্জীবিত করে তুলেন। লারা প্রথমে তার মায়ের দৃষ্টিভঙ্গি এবং ম্যানারগুলো মান্য করার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় তার মায়ের থেকে নিজেকে আলাদা করার। কারন লরা যখন পার্টি বন্ধ করতে বলে, তখন মিসেস শেরিডান জোসের মতোই প্রতিক্রিয়া দেখান, তিনি ভাবেন যে পার্টি কে বাতিল করা একটি হাস্যকর ধারণা। তিনি লরাকে পার্টির জন্য একটি কালো টুপি উপহার দেন এবং টুপিটির সাথে নিজের মনোমুগ্ধকর প্রতিচ্ছবি দেখে লরা তার পরিবারের সাথে পার্টিটি বাতিল করার জন্য আর মিনতি না করার সিদ্ধান্ত নিয়েছে।
এভাবে একদিকে বিত্তবানদের বিলাসী জীবনযাপন, অন্যদিকে বিত্তহীনদের প্রতি করুণাবােধ লরার জীবনবােধে এই বৈপরিত্যই গল্পটির প্রধান আকর্ষণ। অর্থাৎ লরা তার জীবনের আড়ম্বরও ছাড়তে পারছে না, আবার বিত্তহীনদের প্রতি সহানুভূতিশীল না হয়েও পারছে না যদিও তার পরিবার তার এই সহানুভূতিটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে না বরং লরাকে সেন্টিমেন্টাল ভাবছে। যাইহোক, সাময়িকভাবে সে উপহাস উপেক্ষা করে গার্ডেন পার্টিটা মেনে নিলেও তার মানবিক বােধটা তাকে বার বারই উদ্বেগাচ্ছন্ন করে তুলছিল।
পার্টিটি অবশেষে সমাপ্ত হয়, যদিও এটি ম্যানসফিল্ডের গল্পের কেন্দ্রবিন্দু নয়। মিঃ শেরিডান একটি দুর্ঘটনার কথা উল্লেখ না করা অবধি সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর তাই লরাকে আবার মৃত কর্মীর কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে।মিসেস শেরিডান মৃত প্রতিবেশির বিধবা স্ত্রীকে গার্ডেন পার্টি থেকে উদ্বৃত্ত (leftover) খাবার সরবরাহ করতে দ্বিধাগ্রস্ত লরাকে উপলব্ধি করান এবং লরাকে পার্টির পোশাকে এগুলো বিতরণ করার জন্য জোর দিয়েছিলেন। লরা তার মায়ের ইচ্ছাকে মান্য করে এবং কাছাকাছি প্রতিবেশির কুঁড়েঘরে ভ্রমণ করে, যদিও লরা বিষয়টাকে খুব সহানুভূতি প্রকাশক বা মানবিক ভাবল না। এদিকে শেরিডান এস্টেটের পরিবেশ বিপরীত হয় অর্থাৎ হাসি-আনন্দ এবং প্রফুল্লের পরিবর্তে অন্ধকার এবং কষ্টদায়ক হয়ে উঠে।
যেতে যেতে লরা নিজে নিজেই খুব সঙ্কোচ বােধ করছিল, ভাবল, উদ্বৃত্ত খাবার দিয়ে এ কেমন সহানুভূতি প্রকাশ! লরা মনে করে যে সে তার মায়ের আদেশে অনুপযুক্ত পোশাক পরে যাচ্ছে এবং খাবারটি ফেলে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসার পরিকল্পনা করে। কিন্তু দুস্থ ও দরিদ্র স্কট পরিবারকে দেখে লরার দুঃখবােধ আরাে মাত্রাতিক বৃদ্ধি পেল। সকলে তাকে বেশ সমীহের দৃষ্টিতে দেখল, তােষামােদে ভাষায় কথা বলল। বিশেষ করে মিসেস স্কটের বােন। লরা শুধু খাবার দিয়েই চলে আসবে ভেবেছিল, কিন্তু মিসেস স্কটের বােন লরাকে বার বারই মৃতদেহটি একবার দেখে যাবার জন্য অনুরােধ করছিল।
মিসেস শেরিডানের অনুরোধের বিরুদ্ধে এবং লরা তার বিনীত অনুরােধে বিধবার সাথে দেখা করার পরে মৃত শ্রমিকের মরদেহ দেখতে মনস্থির করে। সে তার মাঝে নির্মল, সুন্দর ও শান্ত খুঁজে পেয়েছে এবং তার আগের চিন্তাধারায় আরও একবার ফিরে এসে বলে যে জীবন ও মৃত্যুর আলোয় গার্ডেন পার্টি অর্থহীন বই কিছু নয়। অবশেষে জীবন, ঐশ্বর্য, আভিজাত্য সব থেকে যােজন যােজন দূরে চিরনিদ্রায় শায়িত মৃত মানুষটিকে দেখে লরার মনে হলাে এসব পার্থিব ব্যবধান ঘুচিয়ে দেয় মৃত্যু, কেবল মৃত্যুই। মৃত্যুই সকলকে সমান করে দেয়। লরা নিজের অজান্তেই কান্নায় ভেঙে পড়ল, ভাবল জীবন কত ক্ষণস্থায়ী! কত স্বল্পায়ু! জীবনের সব আয়ােজন এবং বিলাসিতা সবই বৃথা।
ওদিকে লরার ফিরে যাবার বিলম্ব দেখে তার ভাই লরী (Laurie) লরাকে নিতে এগিয়ে এল। তার এবং শ্রমিকদের জীবনযাত্রার মাঝে পার্থক্যের দ্বারা প্রভাবিত হয়ে লরা তত্ক্ষণাত্ লজ্জিত হয় এবং কেবল তার ভাই লরির সাথে দেখা করতে কুড়েঘর থেকে বের হওয়ার আগে তার পোশাকের জন্য ক্ষমা প্রার্থনা করে। আবছা অন্ধকারে লরাকে দেখে লরী জিজ্ঞেস করল সে কাঁদছে কি না? লরা লরীর হাত ধরে আরাে জোরে ফুপিয়ে কেদে উঠল। সে তার ভাইকে “isn’t life..” বলে কিছু বলতে চায় কিন্তু সে তার বাক্য শেষ করতে পারে না। অর্থাৎ জীবন সম্বন্ধে সে যে অপরিচিত অভিজ্ঞতা এবং সচেতনতা অর্জন করেছে সেই অনুভূতির কথা জানাতে চেষ্টা করে কিন্তু তার চিন্তাভাবনা প্রকাশ করতে সক্ষম হয় না। তবুও তার ভাই বুঝতে পারে সে কী বলতে চাইছে।
এভাবে মৃত্যু যেন ক্ষণিকের জন্য মানুষে মানুষে সব ব্যবধান ভুলিয়ে দিয়ে সব মানুষকে এক কাতারে নিয়ে এল। লরার অশ্রুতে যেন সব ব্যবধান ধুয়ে মুছে গেল। লরা যেন জীবনের ভিন্ন অর্থ পেল, লরাকে সান্ত্বনা দিতে দিতে লরীও যেন একই বােধে উজ্জীবিত হলাে।
Related
ধন্যবাদ এভাবে সুন্দর করে পুরো গল্পটাকে উপস্থাপন করার জন্য। এগিয়ে যান
Tnx u so much ato sundhorvabe bujhanor jonno
most wc!
Thanks for translating so well
You are welcome!
Thank you for translating so good